বঙ্গনিউজঃ শর্ত ছাড়া দণ্ড স্থগিত চাইতে হলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পুনরায় জেলে গিয়ে নতুন করে আবেদন করতে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল আইন কমিশনের রজতজয়ন্তী উপলক্ষে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, আমাদের কাছে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন গত সপ্তাহে এসেছিল। আমরা মতামত দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। তাতে আমরা ছয় মাসের মেয়াদ বাড়াতে মত দিয়েছি। রাতে আমি খবর নিয়েছি, স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সচিব সরকারি কাজে বিদেশে আছেন। সে জন্য আবেদনটি এখনো প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়নি।
খালেদা জিয়ার বিদেশযাত্রার সুযোগ আছে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, তিনি যে আবেদন করেছেন তা ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার একটি আবেদন হিসেবে গ্রহণ করা হয়েছে। এ আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার নির্বাহী আদেশে তার সাজা স্থগিত রেখে তাকে মুক্তি দিয়েছিল শর্তসাপেক্ষে। এ অবস্থায় এটাকে পরিবর্তন করার আইন নাই।